জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন

| শনিবার , ১ এপ্রিল, ২০২৩ at ৬:০৩ পূর্বাহ্ণ

জাতির জনকের ডাকে ঐক্যবদ্ধ হয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। স্বাধীন দেশে আলাদা করে পূজা পরিষদ বা অধিকার আদায়ের আলাদা সংগঠনের মাধ্যমে সাম্প্রদায়িক বৈষম্য অবসানের জন্য আন্দোলন করতে হবে এটা কাঙ্ক্ষিত নয়। সাম্প্রদায়িক বৈষম্য অবসানে দায়িত্বশীল ভূমিকা সরকারকেই নিতে হবে। কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ আয়োজিত বাসন্তী পূজায় বসন্ত উৎসব ও মিলনমেলা অনুষ্ঠানের ৫ম দিবসে দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান বক্তা পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ড. অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার গতকাল শুক্রবার এসব কথা বলেন। জেলা পূজা উদযাপন পরিষদচট্টগ্রাম জেলার সভাপতি শ্যামল কুমার পালিতের সভাপতিত্বে দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি জে এল ভৌমিক, সাবেক সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, কেন্দ্রীয় উপদেষ্টা দিলীপ কুমার মজুমদার, অধ্যাপক নারায়ণ কান্তি চৌধুরী, অধ্যাপক বনগোপাল চৌধুরী, সহসভাপতি অ্যাডভোকেট প্রিয় রঞ্জন দত্ত, সুকুমার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, অ্যাডভোকেট জহরলাল দাশ, অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, বিপুল কান্তি দত্ত এবং জেলার সাধারণ সম্পাদক অসীম কুমার দেব। শোক প্রস্তাব পাঠ করেন সাংগঠনিক সম্পাদক কল্লোল সেন। ১৫ উপজেলা পূজা পরিষদের সভাপতি ও সম্পাদক যথাক্রমে সুগ্রীব মজুমদার দোলন, সুভাষ সরকার, প্রসেনজিৎ পাল, অ্যাডভোকেট পঙ্কজ কুমার চৌধুরী, রাজীব চক্রবর্ত্তী, বিমল চন্দ্র নাথ, রুপক শীল, মাধব চন্দ্র দাস, কাঞ্চন আচার্য্য, কাজল শীল, রুপন চৌধুরী, সুজন তালুকদার, বলরাম চক্রবর্ত্তী, লিংকন চক্রবর্ত্তী প্রমুখ। কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের ৫০বছর পদাপর্ণে সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে গৃহীত কর্মসূচি শ্রীমদভগবতগীতা স্বর্ণপদক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী ৭৬০জন শিক্ষার্থীদের পরীক্ষা শেষে তিন বিভাগে ৩জনকে চ্যাম্পিয়ন পুরস্কার ও ৩০ জন অংশগ্রহণকারীকে মেধাক্রম অনুসারে পুরস্কার প্রদান করা হয়। দ্বিবার্ষিক সম্মেলনে সকলের সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ সভাপতি ও সুগ্রীব মজুমদার দোলন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। ধন্যবাদ জ্ঞাপন করেন পরিষদের বিদায়ী সভাপতি শ্যামল কুমার পালিত ও সাধারণ সম্পাদক অসীম কুমার দেব। অনুষ্ঠান পরিচালনা করেন প্রবীর পাল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতারুণ্যের উচ্ছ্বাসের জন্মযুদ্ধের কবিতা
পরবর্তী নিবন্ধএসএসসি ৮৫ চট্টগ্রামের ইফতার সামগ্রী বিতরণ