জেলা পুলিশকে হারিয়ে কিষোয়ানের শুভসূচনা

প্রথম বিভাগ ফুটবল লিগ শুরু

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২৭ অক্টোবর, ২০২২ at ৫:৪০ পূর্বাহ্ণ

অনুপ বিশ্বাস সিজেকেএস-সিডিএফএ ১ম বিভাগ ফুটবল লিগে শুরু সূচনা করেছে কিষোয়ান স্পোর্টিং ক্লাব। তারা গত বছর দ্বিতীয় বিভাগ লিগে চ্যাম্পিয়ন হয় এবং এবার প্রথম বিভাগ লিগে খেলছে। অন্যদিকে চট্টগ্রাম জেলা পুলিশ প্রিমিয়ার থেকে প্রথম বিভাগে নেমে আসা দল। গতকাল বুধবার এম এ আজিজ স্টেডিয়ামে লিগের উদ্বোধনী দিনে কিষোয়ান ৩-১ গোলে হারিয়ে দেয় জেলা পুলিশ দলকে। খেলার প্রথমার্ধে বিজয়ী দল ১-০ গোলে এগিয়ে ছিল।
খেলার শুরু থেকেই দু’দল আক্রমন প্রতি আাক্রমন করে খেললেও খেলায় ক্রমশঃ এগিয়ে যেতে থাকে কিষোয়ান। এ থেকে প্রথমার্ধে তারা গোলও আদায় করে নিতে সক্ষম হয়। খেলার ২৯ মিনিটে বাম প্রান্ত দিয়ে এগিয়ে যান জানে আলম। জেলা পুলিশ দলের রক্ষণভাগের ভুলে তিনি গোল করে কিষোয়ানকে ১-০ গোলে এগিয়ে রাখেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমনে উঠে চট্টগ্রাম জেলা পুলিশ দল। সমতা আনার দারুন সুযোগ পেয়েছিলেন দলের মো. ইসহাক। কিন্তু কিপারকে একা পেয়েও ব্যর্থ হন। কিষোয়ান কিপার রক্ষা করেন। তবে এর পরপরই ৪৭ মিনিটে আবারো আক্রমনে যায় জেলা পুলিশ। এবার ভুল করেননি ইসহাক। তিনি বক্সে ঢুকে পুশ করে দেন। বল জালে চলে যায়। খেলায় আসে সমতা (১-১)। এ গোলের পর কিষোয়ান একের পর এক হানা দিতে থাকে জেলা পুলিশ রক্ষণভাগে। দু’একটি সহজ সুযোগও মিস করে তারা। ৫১ মিনিটে এগিয়ে যেতে সক্ষম হয় কিষোয়ান। বক্সে ঢুকে যায় কিষোয়ান আক্রমন ভাগ। জেলা পুলিশ দলের স্টপারের ভুলে গোল করে বসেন মো. রাজীব (২-১)। এরপর কিষোয়ান বেশিরভাগ সময় আক্রমনেই থেকেছে। যদিও মাঝে মাঝে চেষ্টা করেছে জেলা পুলিশ। কিন্তু তা থেকে কোন গোল আদায় করতে পারেনি তারা। এদিকে ৬২ মিনিটে আবারো পিছিয়ে পরে জেলা পুলিশ দল। এবার গোল করেন কিষোয়ানের ইকবাল হোসেন (৩-১)। বাকি সময় দু’দল আক্রমন প্রতি আক্রমনে যায় বটে তবে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়। ফলে দু’দলের পক্ষে আর গোল পাওয়া সম্ভব হয়নি।
গতকালের খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের খেলোয়াড় ইকবাল। তার হাতে ক্রেস্ট তুলে দেন সিডিএফএ কাউন্সিলর আয়াজ মো. রকি।
জার্সি প্রসঙ্গ: সিজেকেএস-সিডিএফএ প্রিমিয়ার ফুটবল লিগেও এ সমস্যাটি দেখা গিয়েছিল। কিছু কিছু দলের খেলোয়াড়দের জার্সি নম্বরগুলো দূর থেকে দেখা যাচ্ছিল না। বেশ অস্পষ্ট দেখা যাওয়ায় প্রেস বক্স থেকে খেলোয়াড়দের চেনা কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল। তবে বেশিরভাগ দলের জার্সি নম্বরই স্পষ্ট ছিল। গতকাল শুরু হওয়া ১ম বিভাগ ফুটবল লিগের উদ্বোধনী খেলাতেও আগের সমস্যা দেখা গেছে। দু’দলের খেলোয়াড়দের জার্সির পেছনের নম্বরগুলো স্পষ্ট বুঝা যায়নি। ফলে দূর থেকে খেলোয়াড়দের চেনা বেশ কষ্টকর হয়ে দাঁড়ায়। এ ব্যাপারে ক্লাব কর্মকর্তাবৃন্দ সচেতন হলে সংশ্লিষ্ট সবাই উপকৃত হবেন।
গতকাল খেলা শুরুর আগে অনুপ বিশ্বাস ১ম বিভাগ ফুটবল লিগের উদ্বোধন করেন প্রধান অতিথি সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী অনুপ বিশ্বাস। সিডিএফএ সভাপতি এস.এম. শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং সিডিএফএ সাধারণ সম্পাদক আ.ন.ম. ওয়াহিদ দুলালের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী, মো. হাফিজুর রহমান, সিডিএফএ সহ-সভাপতি নজরুল ইসলাম লেদু, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ও মো. মশিউর রহমান চৌধুরী, সিডিএফএ কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান, নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লব, মো. হারুন আল রশীদ, জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ, সিডিএফএ নির্বাহী সদস্য কাজী মো. জসিম উদ্দিন, আব্দুল হান্নান মিরন, যুগ্ম সম্পাদক ইয়াছির আরাফাত, সিজেকেএস কাউন্সিলর আক্তারুজ্জামান, মাহমুদুর রহমান মাহবুব, সাইফুল্লাহ চৌধুরী, রায়হান উদ্দিন রুবেল, রাশেদুর রহমান মিলন, সাইফুল আলম খান, মো. জাহেদ হোসেন, মো. জাফর ইকবাল, সরোয়ার আলম মনি, এম.এ. মুছা বাবলু, এ.এস.এম. ইকবাল মোর্শেদ, সিডিএফএ কাউন্সিলর সালাউদ্দিন জাহেদ, কামাল পাশা, জসিম উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধস্কুল দাবা প্রতিযোগিতা সম্পন্ন
পরবর্তী নিবন্ধসিএসইতে ২৭.৭২ লাখ শেয়ার হাতবদল