জেলখানার ৬০ শতাংশ বন্দি মাদক কারবারি ও সেবনকারী : স্বরাষ্ট্রমন্ত্রী

| রবিবার , ৯ জুলাই, ২০২৩ at ৫:৪৩ পূর্বাহ্ণ

জেলখানায় যারা বন্দি রয়েছেন তাদের মধ্যে ৬০ শতাংশের কাছাকাছি মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। গতকাল শনিবার দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ‘আহ্‌ছানিয়া হেনা আহমেদ মনোযত্ন কেন্দ্রে’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খবর বিডিনিউজের।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাক্ষ্যপ্রমাণের অভাবে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী কারো কারো বিচারও হচ্ছে না। এক থেকে দুই মাস পর জেল থেকে বের হয়ে তারা আরও বেশি করে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছেন। জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট যারা আছেন, আপনাদের কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘যারা মাদক ব্যবসায়ী তাদের চিহ্নিত করতে হবে। তাদের পুলিশে ধরিয়ে দিতে হবে। গোপনে প্রশাসন ও পুলিশের কাছে তাদের ব্যাপারে জানাতে হবে। আমরা চাই নতুন প্রজন্মকে মাদকদ্রব্যের হাত থেকে রক্ষা করতে। না হলে যে স্মার্ট বাংলাদেশের আমরা স্বপ্ন দেখি তা বাধাগ্রস্ত হবে।’

পূর্ববর্তী নিবন্ধকর্দমাক্ত সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ
পরবর্তী নিবন্ধপকেটের টেলিফোনই আপনার সবচেয়ে বড় শত্রু : ফখরুল