জেনারেল হাসপাতালে আউটডোর চিকিৎসাসেবা ফের বন্ধ

করোনা রোগীর চাপ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৮ এপ্রিল, ২০২১ at ৬:৩০ পূর্বাহ্ণ

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় বন্ধ রয়েছে আন্দরকিল্লা এলাকার চট্টগ্রাম জেনারেল হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসা সেবা। তবে গত বছর করোনা শুরুর প্রথম দিকে চট্টগ্রামে প্রথম কোভিড ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ২৫০ শয্যার হাসপাতালটি আত্মপ্রকাশ করে। মাঝখানে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে বহির্বিভাগের সেবা চালু হয়।
চিকিৎসকরা বলছেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের অংশ হিসেবে আপাতত বহির্বিভাগ বন্ধ রাখা হয়েছে। কারণ জেনারেল হাসপাতালে বর্তমানে করোনা রোগীর চাপ বেড়ে গেছে। এছাড়া ভ্যাকসিন প্রদান ও করোনা নমুনা সংগ্রহও করা হচ্ছে। অন্যদিকে বিদেশগামীদের করোনার ভাইরাসের নমুনা এখানে নেয়া হচ্ছে। ফলে বহির্বিভাগে রোগীরা সেবা নিতে আসলে উল্টো করোনায় সংক্রমিত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে।
জানা গেছে, করোনার দ্বিতীয় ঢেউ শুরুর আগে প্রতিদিন অন্তত দেড় হাজার থেকে দুহাজার রোগী বহির্বিভাগে এসে সেবা নিতেন। তবে দ্বিতীয় ঢেউ শুরু হলে সেটি ৭০০-৮০০ তে নেমে আসে। জানতে চাইলে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব বলেন, গতবার যখন প্রথম করোনা শুরু হয়, সেই সময় আমরা বহির্বিভাগের সেবা বন্ধ করে কেবল কোভিড রোগীদের সেবা দিয়েছিলাম। চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকেই কিন্তু কোভিড চিকিৎসা শুরু হয়। পরবর্তীতে নগরীর বাকি সরকারি বেসরকারি হাসপাতালগুলো করোনার চিকিৎসায় যুক্ত হয়। আমাদের জেনারেল হাসপাতালে আলাদা ভবন না থাকার কারণে বহির্বিভাগের সেবা দেয়া সম্ভব হচ্ছে না। চট্টগ্রাম মেডিকেলে করোনা চিকিৎসা শুরুর পর পরেই অন্য ভবনের বহির্বিভাগ সরিয়ে নেয়া হয়েছে।
সরকারের নির্দেশনা আছে কিনা জানতে চাইলে ডা. আবদুর রব বলেন, আমাদের জুম মিটিংয়ে বিষয়টি আলোচনা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার প্রেক্ষিতে আমরা বহির্বিভাগের সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় হেফাজতের হামলায় আহত আ. লীগ নেতার মৃত্যু
পরবর্তী নিবন্ধলকডাউন অকার্যকর হলে কারফিউর পরামর্শ বিশেষজ্ঞদের