ইফেক্টিভ ক্রিয়েশন অন হিউম্যান অপিনিয়ন ইকোর উদ্যোগে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ডাক্তার-নার্স-কর্মচারীদের জন্য জন্য ১ হাজার পিস কেএন৯৫ মাস্ক প্রদান করা হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীরের হাতে এসব মাস্ক তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমেদ, জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. আবদুর রব, ইকোর সভাপতি মো. সরওয়ার আলম চৌধুরী মনি, সম্পাদক ড. মোহাম্মদ ওমর ফারুক রাসেল ও সম্পাদকমণ্ডলীর সদস্য সাহেদ মুরাদ সাকু। প্রেস বিজ্ঞপ্তি।