জুলাই গণঅভ্যুত্থানের প্রেরণায় আপ বাংলাদেশ প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ

| শনিবার , ১০ মে, ২০২৫ at ১১:২০ পূর্বাহ্ণ

ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্ম বিদ্বেষ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)’। গতকাল শুক্রবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সকল সংগঠকের মতামতের ভিত্তিতে আলী আহসান জুনায়েদকে আহ্বায়ক ও আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহকে সদস্য সচিব করে ‘আপ বাংলাদেশ’এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে গড়ে ওঠা নতুন রাজনৈতিক এই প্ল্যাটফর্মের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন জুলাই বিপ্লবের শহীদ ওসমান পাটওয়ারীর পিতা আব্দুর রহমান। খবর বাসসের। সংগঠনের মুখপাত্র হিসেবে শাহরিন সুলতানা ইরা, প্রধান সমন্বয়কারী হিসেবে রাফে সালমান রিফাত এবং প্রধান সংগঠক হিসেবে নাঈম আহমেদ মনোনীত হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধমানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চায় সরকার : পার্বত্য উপদেষ্টা
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটির ভিসির সাথে শিক্ষক নেতৃবৃন্দের সাক্ষাৎ