জুরাছড়িতে একই স্থানে বিএনপি ও আওয়ামী লীগ আজ বুধবার সমাবেশ ডাকায় স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। জুরাছড়ি উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথ বিষয়টি নিশ্চিত করেছে।
এক অফিস আদেশে তিনি জানিয়েছেন, আগামী ৩১ আগস্ট জুরাছড়ি উপজোলার যক্ষাবাজার স্থানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুরাছড়ি উপজেলা বিএনপি সমাবেশ করার প্রস্তুতি গ্রহণ করেছে
অন্যদিকে উপজেলা আওয়ামী লীগ উদ্যোগে একই স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করবেন মর্মে সংবাদ পাওয়া যায়। একই স্থানে দুই রাজনৈতিক দলের কর্মসূচির কারণে জনস্বার্থে সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা অবধি জুরাছড়ি উপজেলার যক্ষাবাজার থেকে হাসপাতাল এলাকা ও সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।