সীতাকুণ্ডে অভিযান চালিয়ে জুতার ভেতরে লুকিয়ে রাখা পৌনে দুই কোটি টাকা মূল্যের ২০টি স্বর্ণের বার উদ্ধার করেছে পুলিশ। এ সময় স্বর্ণ চোরাচালানে জড়িত দু’জনকে আটক করেন তারা। গতকাল বুধবার বিকেলে উপজেলার পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, আনোয়ারা থানার কৈনপুরা পোল এলাকার সুনিল পালের পুত্র বাসু পাল ওরফে সুমন (৩৫), বাঁশখালী থানার পালেগ্রাম এলাকার মৃত শশাঙ্ক পালের পুত্র রতন পাল (৬০)। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, বিকেলে মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় যানজট নিরসনে কাজ করছিলেন এসআই পাপেল রায়।
এই সময় ব্যাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী জুতার ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭০ লাখ টাকা।
ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই ব্যক্তি স্বর্ণ চোরাচালানের সত্যতা স্বীকার করেছেন। মামলা দায়েরের পর বুধবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।