জীবন বাঁচাতে এক বালকের হাজার কিলোমিটার পাড়ি

| বুধবার , ৯ মার্চ, ২০২২ at ৬:৫৭ পূর্বাহ্ণ

রাশিয়ার আগ্রাসন শুরুর পর নিরাপদ আশ্রয়ের খোঁজে ১১ বছরের হাসান পূর্ব ইউক্রেন থেকে ১২’শ কিলোমিটারের বেশি পথ একা পাড়ি দিয়ে স্লোভাকিয়া পৌঁছেছে। হাসানের সঙ্গে ছিল কেবল ছোট দুটি ব্যাগ, পাসপোর্ট এবং তার এক স্বজনের ফোন নম্বর।
মা ও নানীর সঙ্গে জেপোরোজিয়ায় থাকতো হাসান। রুশ বাহিনী যখন শহরটিতে হামলা চালায় তখন হাসানের মায়ের পক্ষে তার বৃদ্ধা মা কে নিয়ে শহর ছাড়া সম্ভব ছিল না। তাই তিনি ছোট্ট হাসানকে একাই ট্রেনে তুলে দেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে সীমান্তে পৌঁছানোর পর কাস্টমস কর্মকর্তারা হাসানকে সাহায্য করেন। কর্মকর্তারা হাসান সম্পর্কে বলেন, সে সত্যিকারের নায়ক। হাসি দিয়ে সে সবার মন কেড়ে নেয়।
হাসানের সঙ্গে ছিল একটি প্লাস্টিকের ব্যাগ, লাল রঙের ছোট একটি ব্যাগপ্যাক এবং তার পাসপোর্ট। সীমান্তে স্বেচ্ছাসেবীরা হাসানের দায়িত্ব নেয় এবং তাকে খাবার ও পানীয় দেয়। পরে কাস্টমস কর্মকর্তারা স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় তার স্বজনের সঙ্গে যোগাযোগ করে। হাসানের মা এক ভিডিও পোস্টে তার ছেলের খেয়াল রাখার জন্য স্লোভাকিয়া পুলিশকে ধন্যবাদ জানান। কী কারণে তার ছেলে প্রায় পুরো ইউক্রেন একা পাড়ি দিল সেটাও ব্যাখ্যা করেন।
হাসানের মা জুলিয়া পিসেকা বলেন, ‘আমার শহরের পাশেই একটি পাওয়ার প্ল্যান্টে রুশ বাহিনী গোলা বর্ষণ করছে। আমি আমার মা কে ছেড়ে যেতে পারছি না। তিনি নিজে চলাফেরা করতে পারেন না। তাই আমি আমার ছেলেকে স্লোভাকিয়া পাঠিয়ে দিয়েছি।’

পূর্ববর্তী নিবন্ধরাশিয়ার তেলের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন