লোহাগাড়ায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ৯ মার্চ, ২০২২ at ৬:৫৮ পূর্বাহ্ণ

লোহাগাড়ার চরম্বায় যৌথ মালিকানাধীন মেসার্স মসজিদ মহাজন ব্রিকস ম্যানুফ্যাকচারিং (এমএমবি) নামে অবৈধ একটি ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ইউনিয়নের কাজির পাড়া এলাকায় পরিবেশ অধিদপ্তর ও চট্টগ্রাম জেলা প্রশাসন যৌথ এ অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস, সাথে ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন, সহকারী পরিচালক নুর হাসান সজীব, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিসের সদস্য, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস জানান, উচ্ছেদকৃত ইটভাটাটি সম্পূর্ণ অবৈধভাবে ভাটার কার্যক্রম পরিচালনা করছিল। তাই অভিযান চালিয়ে উচ্ছেদ করা হয়েছে। ইটভাটার পরবর্তী কার্যক্রম বন্ধ রাখারও নির্দেশ দেয়া হয়েছে। অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় অভিযান চলমান থাকবে। উল্লেখ্য, চলতি বছর উপজেলায় আরো ৬টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজীবন বাঁচাতে এক বালকের হাজার কিলোমিটার পাড়ি
পরবর্তী নিবন্ধসর্দারকে না জানিয়ে বিয়ে করায় এক বছর পর জরিমানা