জীবন কখনও এক রকম থাকে না

| মঙ্গলবার , ১ ফেব্রুয়ারি, ২০২২ at ১১:৩৭ পূর্বাহ্ণ

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল। ২০১৫ সালে তন্ময় তানসেন পরিচালিত ‘রান আউট’ ছবি দিয়ে বড় পর্দায় নাম লেখান তিনি। ‘রান আউট’ আপনার প্রথম সিনেমা। এরপর সিনেমায় আপনাকে আর না পাওয়ার কারণ কী? সজল বলেন, আমি ধারাবাহিক নাটক করেছি আমার পুরো ক্যারিয়ারে মাত্র ৮ টা। বিজ্ঞাপন করেছি ৮/ ৯ টা। ফিল্ম করেছি সবমিলিয়ে ৭ টার মতো এখন পর্যন্ত। যেগুলো মুক্তির অপেক্ষায়। আমি এরকমভাবেই কাজ করতে চাই। আপনার একটা সময় তুমুল ব্যস্ততা ও জনপ্রিয়তা ছিলো। সেই অন্য মাত্রার জনপ্রিয়তাটাকে মিস করেন এই সময়ে এসে? সজল বলেন, এটা একদমই সত্যি। মানুষজনের খাটি ভালোবাসা পেয়েছি এবং সেটা এখনও পাই। সময়ের পরিক্রমায় তো নতুনরা এসে জায়গা করে নেয়। অবস্থানের এই পরিবর্তনটাকে আপনি কীভাবে দেখেন? উত্তরে অভিনেতা বলেন, খুব ইতিবাচকভাবে নেই।

পূর্ববর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতাল ক্যান্সার হাসপাতাল নির্মাণ কাজ পরিদর্শনে বাস্তবায়ন কমিটি
পরবর্তী নিবন্ধআসছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’