জীবনের প্রতিটি দিনকে উপহার হিসেবে ভাবুন

মো. আবু ছালেহ্‌

| বৃহস্পতিবার , ২৫ আগস্ট, ২০২২ at ৬:০১ পূর্বাহ্ণ

আপনি নিম গাছের গোঁড়ায় যতোই চিনি ছড়ান না কেন, নিমের ফল কখনোই মিষ্টি হবে না। আপনি হাজার হাজার বালতি পানি মরুভূমির মাঝে ছিটিয়ে দিলেও এক ফোঁটা পানিও আপনি ফেরত পাবেন না, কেননা মরুভূমির বালি সব পানি শুষে নেবে। আপনি আকাশের তারা যতোই গণনার চেষ্টা করুন না কেন,আপনি কখনই তারা গুনে শেষ করতে পারবেন না। আপনি হাজার চেষ্টা করলেও পানির নিচে ডুব দিয়ে কখনোই কান্নার চেষ্টা করতে পারবেন না। আপনার হাত ঘড়ির কাটাগুলো যতোই চলুক না কেন, সেটি সঠিক সময় না দিলে আপনার ঘড়িটি অকেজো।
ঠিক তেমনিভাবে, আপনি চান আপনার খারাপ গুণগুলোর কোনও পরিবর্তন না করেই আপনি উন্নতি করবেন, যা একটি নিম গাছের গোঁড়ায় চিনি ঢালার মতো। আপনি চান আপনার সুযোগের সদ্ব্যবহার না করেই সামনে এগিয়ে যাবেন যা মরুভূমির মাঝে পানি ঢালার মতো, আপনি শুধু চেষ্টাই করে যাবেন কিন্তু ফল পাবেন না। আপনি চান সমস্ত কিছুতে আপনি উন্নতি করবেন যা সারা আকাশের তারা গণনার মতো। জগতে প্রত্যেকটি ব্যাক্তিই সমস্যার ভেতর, তাদেরকে আপনার সমস্যা গুলো দেখালেও তারা তা বুঝতে পারবে না। আপনি যতোই কঠোর পরিশ্রমী হোন না কেন, যদি আপনার কাজগুলো কারও উপকারে না আসে তাহলে আপনি চলন্ত সেই ঘড়ির মতো যার কাটা চলে কিন্তু কারও উপকারে আসে না। সফলভাবে এগিয়ে গেলেও কিছুটা আকাঙ্ক্ষা সবার ভেতরেই থাকে। আর আকাক্ষা আছে বলেই মানুষ এগিয়ে যাবার অনুপ্রেরণা পায়। রোদের ভেতর দাঁড়ালেও যেমন শরীরের সমস্ত অংশে রোদ পড়ে না, তেমনি ভাবে এক জীবনেই আপনি সবকিছু পেয়ে যাবেন এমনটা নয়। বরং এগিয়ে যান আর আত্মতৃপ্তি বোধ আনুন।
জীবনের প্রতিটি দিনকে উপহার হিসেবে ভাবুন। কালকের দিনটি যে আপনার জীবনে আসবেই তার কোনও নিশ্চয়তা নেই।

পূর্ববর্তী নিবন্ধচুক্তি ছিলো না এমন
পরবর্তী নিবন্ধকাল থেকে কালান্তরে জ্বলবে শোকের আগুন