জীবনের তাগিদে

আলেয়া আরমিন আলো | রবিবার , ২২ নভেম্বর, ২০২০ at ৯:০৩ পূর্বাহ্ণ

জীবন নদীর বুকে জলছাপ ফেলে
দিবসযামী সময়ের তরী বেয়ে
খুব দ্রুতই যাচ্ছে বয়ে এপারের বেলা
হয়তো অচিরেই হাঁটবো ওপারের পথে
মায়া কায়ায় মোহিত পার্থিব সব ভুলে,
সেদিন সাথীহারা বিরহে কাঁদবে তুমি
আমার ফেলে যাওয়া মায়ার কুঁড়ি
স্মৃতির ফুল হয়ে ফুটবে তোমার কোলে।

অতঃপর, বিষাদী শোকের মাতম শেষে
হাতের উল্টো পিঠে দু’চোখের জল মুছে
ঘুরে দাঁড়াবে তুমি জীবনেরই তাগিদে,
নতুনের মোহে তোমার দৃষ্টিতে
ক্রমশই অস্পষ্ট হবে আমার অবয়ব,
আমার বিরহে ফোটা স্মৃতির ফুলগুলোও
বাস্তবতার রোদে শুকিয়ে
তুলে রাখবে ধুলোপড়া বিবর্ণ তোরঙ্গে।

পূর্ববর্তী নিবন্ধঅনন্ত জীবন
পরবর্তী নিবন্ধঅধীশ্বর