জীবনের আবর্জনা

জবাশ্রী দাশগুপ্তা | রবিবার , ২৫ এপ্রিল, ২০২১ at ৭:০৭ পূর্বাহ্ণ

অহংকারে পতন ছাড়া আর কি কিছু লভে?
এ কথাটি বুঝার পরেও শুদ্ধ হইনা সবে।
ঈর্ষান্বিতে কেউ কি পারে রাখিতে সমপ্রীতি?
বিনষ্ট, বেসুরো হয় জীবনের সুরেলা চারণগীতি।

ক্ষোভের আগুন জ্বালাই যদি পরে পোড়ার তরে,
সে আগুনে নিজেই পুড়ব মনের অভ্যন্তরে।
হিংসা করে কেউ কখনো হয়নি জয়ী জন,
বদ আচারে কেউ হয়নি কারো শ্রদ্ধাভাজন।

মিথ্যাচারে কেউ কি কভু সত্য রুখতে পারে?
সত্য সে যে দ্যুতি ছড়াবে উৎকর্ষ অনুসারে।
পরের দোষটা দেখার আগে নিজের দিকে দেখি
বিবেচনা যা করব তা আগে যুক্তিযুক্ত পরখি।

কলহ করার আগে ভাবি পরবর্তী পরিণাম,
কুৎসিত রূপ বর্জনে দেখি নয়নাভিরাম।
বেফাঁস কথা বলার আগে জিহ্বা সামলিয়ে রাখি
অজ্ঞানতা পরিহারে মেলি উত্তম জ্ঞানের আঁখি।

ক্ষতি করার ভাব উদয়ে যতি টানি তার অস্তিত্বে,
এসব আবর্জনা কর্তৃত্ব করে আমাদের স্বভাব লঘুত্বে।

পূর্ববর্তী নিবন্ধএক আকাশ মেঘের কান্না
পরবর্তী নিবন্ধস্বাধীনতা তুমি ৫০ বছর