প্রতিরাতে প্রত্যাশিত হতাশায় ডুব দিই
আবার নতুন দিনের আলো দেখতে পাব বলে
প্রতিরাতে প্রাপ্তির পাপড়িতে ফুল ফুটায়
আলোক স্বল্পতায় সেই ফুলেরাও ঝরে পরে।
প্রাপ্তির হিসেব খুললেই দেখতে পাই
রেখে আসা ভুলগুলো আগামীর ধাধা
আর ফেলে আসা স্বপ্নগুলো
হয়তোবা ঘুমিয়েই দেখা।
আর চরিত্রগুলো
বিশ্বাসে আবরণে লেপটানো অভয়ব।
যে মায়াবী দৃশপটে ছবি এঁকেছি
ধূম্রজালে আটকে আছি নিজের মাঝেই
এই যেন এক সুপ্ত আগ্নেয়গিরির
রুপক ছদ্মবেশী আত্মা।
যেকোনো দিন নিজেকে পোড়ানোর ছাইভষ্ম
আর লালিত লাভাপিণ্ডের উদগীরণ
পরের অংকে মঞ্চায়িত হবে।
তবুও আশার প্রলোভন
আকাশের তারার মত জ্বলজ্বল করে,
আলোর বিচ্ছুরণ
স্বপ্নের ডানা মেলে দৃষ্টিসীমায় উঁকি দেয়।
এভাবেই বেঁচে থাকার মহাযজ্ঞে
তোমাকে জানায় স্বাগতম।