জিয়া ভেটার্ন ফুটবল টুর্নামেন্টে চিটাগং মাস্টার্স ক্লাব চ্যাম্পিয়ন

| বুধবার , ২১ জানুয়ারি, ২০২৬ at ১০:৫৯ পূর্বাহ্ণ

জিয়া ভেটার্ন ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চিটাগং মাস্টার্স ক্লাব। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা টাইব্রেকারে ৩০ গোলে রেজা ভেটার্ন এফ সিকে পরাজিত করে। খেলা নির্ধারিত সময়ে গোলশূণ্য ড্র ছিল। ফাইনালের সেরা খেলোয়াড় ও টুর্নামেন্টের সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন সাইফুল, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় প্রদীপ বড়ুয়া ও টুর্নামেন্টের সর্ব্বোচ গোলদাতা তপু। বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের আয়োজনে এবং আর এন বি শিপিং লিমিটেড ও সাবিহা এন্টারপ্রাইজের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুগ্ম সম্পাদক, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশন ইসরাফিল খসরু। বিশেষ অতিথি ছিলেন সাবেক জাতীয় ফুটবলার, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের সদস্য সচিব মো. জাহেদ পারভেজ চৌধুরী, স্পন্সর প্রতিষ্ঠান প্রতিনিধি মো. সাইফুল আলম বাদশা ও জহিরুদ্দীন মোহাম্মদ বাবর। জিয়া ভেটার্র্ন ফুটবল টুর্নামেন্ট কমিটির আহবায়ক মসিউল আলম স্বপনের সভাপতিত্বে ও ক্রীড়া সাংবাদিক সাইফুল্লাহ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজেকেএস ক্লাব সমিতির উপদেষ্টা হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম, সিডিএফএ সভাপতি শহিদুল ইসলাম, সাবেক ওয়ার্ড কাউন্সিলর আবদুল মালেক, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মো. মামুনুল ইসলাম, আয়োজক কমিটির সদস্য ও সাবেক খেলোয়াড় মো. মামুন উদ্দিন, নাজিম উদ্দীন নাজু, মোহাম্মদ আলী, এস এম হাসান, আরিফুর রহমান, মোহাম্মদ জমির, সাইদ আব্বাস, নজরুল বাবু, সোয়েব মাহমুদ, হায়দার কবির প্রিন্স, ফারুক খান, নুরুল আলম, আব্দুল আলিম স্বপন, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ সোহেল, মো. আনোয়ার হোসেন, একরাম আফসার, মো. হাসান, মো. ইকবাল, জমির উদ্দিন, কাজী মানিক, মো. ইয়াকুব আলী, মোহাম্মদ আজাদ প্রমুখ। মোট ১৩টি দল টুর্নামেন্টে অংশ নেয়। ফাইনাল খেলায় শুরুতে সিজেকেএস এর সাবেক মাঠ কর্মী মরহুম মো. রফিক এর স্বরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনানুপুর লায়লা-কবির কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধস্বর্ণার ছক্কার রেকর্ড ম্যাচে বাংলাদেশ সহজেই হারালো পাপুয়া নিউ গিনিকে