জিয়া পরিবার মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক : শামীম

| শনিবার , ১৪ নভেম্বর, ২০২০ at ৯:৩৮ পূর্বাহ্ণ

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশকে শত্রু মুক্ত করেছেন। জীবনের মায়া ত্যাগ করে দেশ মাতৃকার টানে অস্ত্র হাতে শত্রুর মোকাবেলা করে দেশ শত্রুমুক্ত করেছেন। সে সময়ে যারা জীবনের মায়ায় পড়ে নিরাপদ আশ্রয়ে জীবন যাপন করেছেন তারাই এখন বড় মুক্তিযোদ্ধা সেজেছে। জিয়াউর রহমান ও তার পরিবারকে হেয় প্রতিপন্ন করার জন্য দিন রাত ব্যস্ত থাকেন আওয়ামী লীগ নেতারা। তাদের সকাল শুরু হয় বিএনপি আর জিয়াউর রহমানের সমালোচনা করে। তাদের হাজারো ষড়যন্ত্র আর প্রতিহিংসার ভিড়েও বিএনপি ও জিয়া পরিবার বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। জিয়া পরিবারের জনপ্রিয়তায় সরকার ঈর্ষনীয় হয়ে দমন নিপীড়ন চালালেও হাজারো জিয়াপ্রেমী জীবন বাজি রেখে বিএনপি ও জিয়াউর রহমানের আদর্শ সমুন্নত ও স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে, ভবিষ্যতেও যাবে। তিনি গতকাল শুক্রবার নুর আহমদ সড়কের নাসিমন ভবনস্থ মহানগর বিএনপির কার্যলয়ে বেগম খালেদা জিয়া ও মো. শাহাজানের রোগ মুক্তি কামনায় নোয়াখালী ৪ (সদর সুবর্ণচর) জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে মুসল্লীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, খায়রুল আলম দিপু, জিয়াউর রহমান জিয়া, সিরাজুল ইসলাম ভুইয়া, টুটুল রহমান, সামছু উদ্দিন রুবেল, ইকবাল হোসেন রুবেল, মেহেদী এইচ রায়হান, মো. বাকের, মো. জাহাঙ্গীর, মোশাররফ হোসেন, মোহাম্মদ আমির, গোলাম নবী আপেল, মোহাম্মদ সহিদ, মোহাম্মদ দিদার, মোহাম্মদ মনির, মোহাম্মদ সোহাগ, মোহাম্মদ দিদার, মোহাম্মদ আলীম, রাজু, জহির, এস বি রুবেল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব ডায়াবেটিস দিবস
পরবর্তী নিবন্ধচৈতী ও সুশান্ত বড়ুয়া বাঁচতে চায়