জিয়া ছিলেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা : শাহাদাত

জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভা

| মঙ্গলবার , ৭ সেপ্টেম্বর, ২০২১ at ১২:১৯ অপরাহ্ণ

বিএনপির ৪৩তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল চট্টগ্রামের উদ্যোগে ষোলশহর ২নং গেটস্থ বিপ্লব উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিফলকে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, জিয়াউর রহমান একজন রনাঙ্গনের মুক্তিযোদ্ধা। মানুষের সমর্থন ছাড়া ক্ষমতা দখল করে থাকার কারণে জিয়ার নামকে আতঙ্কবোধ করেন। সাংস্কৃতিক দল মহানগরের সহ-সভাপতি এস এম সাইফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন, মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, ইদ্রিস আলী, মো. মুছা, আকতার খান, কামরুন হাসান, হাজী নুরুল হক, মো. হাবিবুর রহমান হাবিব, হাফিজুল ইসলাম মজুমদার মিলন, ওসমান জাহাঙ্গীর, জানে আলম, আবুল খায়ের মেম্বার, মো. ইউসুফ, মো. রাজু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজুবিলী রোড মার্চেন্টস এসোসিয়েশনের সভা
পরবর্তী নিবন্ধবিমানবন্দরগুলোতে শিগগির পিসিআর টেস্টের ব্যবস্থা করার নির্দেশ মন্ত্রিসভার