জিয়া কারো দয়ায় বীর উত্তম খেতাব অর্জন করে নাই

তাঁতী দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্কর

| শনিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেছেন, আওয়ামী লীগ জিয়াউর রহমানের স্বাধীনতা যুদ্ধের বীরত্বের স্বীকৃতি বীর উত্তম খেতাব কেড়ে নেয়ার অপচেষ্টার মাধ্যমে জনদৃষ্টি ভিন্নখাতে ঘুরানোর চেষ্টা করছে। বেগম খালেদা জিয়ার হাতে গড়া জাতীয় মুক্তি কাউন্সিল। সে কাউন্সিলে বসে আওয়ামী লীগ আজ জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রস্তাবনা এনেছে। জিয়াউর রহমানের সম্মাননা বীর উত্তম খেতাব কারো দয়ায় অর্জন করে নাই। তিনি ১৯৭১ সালে দেশের মুক্তিকামী মানুষের জন্য জীবনের মায়া ত্যাগ করে মুত্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার রাখার মাধ্যমে বীর উত্তম খেতাব অর্জন করেছে। কোন অপশক্তি এই খেতাব কেড়ে নেওয়ার চেষ্টা করলে জাতীয়তাবাদী শক্তি অগণতান্ত্রিক ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে মুক্তির সংগ্রামের জন্য রাজপথে নেমে আসবে। গতকাল শুক্রবার দুপুরে নাছিমন ভবন দলীয় কার্যালয় জাতীয়তাবাদী তাঁতী দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সব কথা বলেন।
মহানগর তাঁতী দলের আহ্বায়ক মনিরুজ্জমান টিটুর সভাপতিত্বে ও সদস্য সচিব মনিরুজ্জামান মুরাদের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন মহনগর বিএনপির সাবেক সহ প্রচার সম্পাদক খোরশেদ আলম কুতুবী, মোস্তাফিজুর রহমান বুলু, আবু মুছা। এছাড়া উপস্থিত ছিলেন মো. সেলিম হাফেজ, মো. আইয়ুব খাঁন, মো. আবুল হাশেম, মো. ইলিয়াছ খাঁন, মো. হারুনুর রশিদ, মো. আবদুল হক স্বপন, মো. রমজান আলী, সাখাওয়াত হোসেন পিয়, এ এম নাজিম উদ্দিন, মো. জাহিদ হোসেন, মহিউদ্দিন, একরাম হোসেন, মো. সালাউদ্দিন জনি, শাহ আলম, আবদুল মান্নান, মিল্লাত হোসেন, হাসান তিতাস, মো. ইউসুফ, মো. জামাল উদ্দিন, এস এম জামাল প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশাহ ই দরবার মাদ্রাসার বার্ষিক সমাবেশ কাল
পরবর্তী নিবন্ধঅস্তিত্বে ধারণ করতে হবে একুশের চেতনা