মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার পরের সরকারের একদলীয় শাসন ব্যবস্থা থেকে দেশকে বের করে নিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় জিয়াউর রহমানের অবদান এদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখা থাকবে। তিনি গত রোববার নগরীর লাভ লেইনস্থ মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) মিলনায়তনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চট্টগ্রামের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মহানগর ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. মো. আব্বাস উদ্দিনের সভাপতিত্বে ও জেলা ড্যাবের যুগ্ম সম্পাদক ডা. ইমরোজ উদ্দিনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চমেক শাখা ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন, চট্টগ্রাম লো ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দীন আহমেদ মানিক, সাংবাদিক জাহিদুল করিম কচি।
বক্তব্য রাখেন ডা. মো. ফয়েজুর রহমান, ডা. বেলায়েত হোসেন ঢালী, ডা. এস এম ইফতেখারুল ইসলাম লিটন, ডা. মো. ঈসা চৌধুরী, ডা. এস এম সারোয়ার আলম, ডা. নুরুল করিম চৌধুরী, ডা. রানা চৌধুরী. ডা. রিফাত কামাল রনি. ডা. মো. মিনহাজুল আলম, ডা. মো. মইনুদ্দীন, বেলায়েত হোসেন বুলু, সাইফুল আলম, মাস্টার আরিফ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।