হাটহাজারীর বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদরাসায় কামিল ১ম ও ২য় পর্বের পরীক্ষার্থীদের কামেয়াবী কামনায় গতকাল শনিবার মাদরাসা মিলনায়তনে দোয়া মাহফিল এবং ২য় পর্বের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে হাফেজ মুহাম্মদ জিল্লুর রহমান কুতুবীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ ফোরকান বাবু।
হাফেজ মুহাম্মদ সেলিম উল্লাহর কোরআন তেলাওয়াত ও মোহাম্মদ ওমর ফারুকের নাতে রাসুল (সা.) পরিবেশনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, আল্লমা কাজী আ ন ম মনজুর হায়দার সিদ্দিকী, আল্লামা ফরিদুল হক চৌধুরী, অধ্যাপক শেখ ফয়জুল্লাহ আহমদ, অধ্যাপক মনজুরুল কাদের, আল্লামা আবু তাহের ফারুকী, সাইদুল ইসলাম পাটোয়ারী, শওকতুল ইসলাম, আরিফুল মোস্তফা, মোহাম্মদ নাসিরউদ্দীন, রুহুল কাদের চৌধুরী, আবু হেনা মোহাম্মদ সৈয়দ নুর, মুহাম্মদ মাসউদ আত্তারী, শিক্ষার্থীদের পক্ষে সেলিম উল্লাহ ও সাদিয়া জান্নাত মুনমুন। পরে সংবর্ধিত বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে মিলাদ–কেয়ামান্তে সবার কামেয়াবী কামনায় বিশেষ দোয়া–মোনাজাত অনুষ্ঠিত হয়।