জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতিতে নেমে পড়েছে টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ৩ জুলাই, ২০২১ at ৭:৩৪ পূর্বাহ্ণ

দীর্ঘ প্রায় ২১ ঘণ্টার বিমান ভ্রমণ শেষে একদিনের বিশ্রামে কাটিয়েছে বাংলাদেশ দল। এরপর নেমে পড়ে অনুশীলনে। নতুন ব্যাটিং কোচ এবং স্পিন বোলিং কোচের অধীনে বেশ ঘাম ঝরিয়েছে টাইগাররা। বিশেষ করে লংকান স্পিন লিজেন্ড রঙ্গনা হেরাথ তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করছিলেন বাংলাদেশ দলের তিন স্পিনার তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ ও নাঈম হাসানকে। তাইজুল, নাঈমকে মাঝেমধ্যে কিছু বুঝিয়েও দিয়েছেন। অন্যদিকে পেসার শরীফুল, তাসকিন, আবু জায়েদ আর এবাদত হোসেনদের নিয়ে আলাদা ক্লাশে ওটিস গিবসন। নতুন ব্যাটিং কোচ অ্যাসওয়েল প্রিন্স পরখ করলেন তার ছাত্র ব্যাটসম্যানদের। সব মিলিয়ে বলতে গেলে বেশ ভালই অনুশীলন সেরেছে টাইগাররা। জিম্বাবুয়ের মাটিতে আট বছর পর টেস্ট সিরিজ খেলতে গেছে বাংলাদেশ দল। আর সে সিরিজের জন্য নিজেদের প্রস্তুত করতে নেমে পড়েছে মোমিনুল হকরা। এই সফরে তিন ফরমেটের সিরিজই খেলবে বাংলাদেশ। যেখানে একটি টেস্টের পাশাপাশি রয়েছে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ। আর সফরের শুরুতেই রয়েছে টেস্ট সিরিজ। যেখানে একটি মাত্র টেস্ট খেলবে টাইগাররা জিম্বাবুয়ের বিপক্ষে। তাই এই টেস্টে জয়ের কোন বিকল্প নেই বাংলাদেশ দলের। এই সিরিজের আগে বাংলাদেশ দলের কোচিং স্টাফে যোগ দিয়েছেন রঙ্গনা হেরাথ ও অ্যাশওয়েল প্রিন্স। স্পিন বোলিং পরামর্শক হিসেবে যুক্ত হয়েছেন শ্রীলংকান তারকা হেরাথ। আর প্রিন্স এসেছেন ব্যাটিং কোচ হিসেবে। নতুন কোচদের নিয়ে গতকাল প্রথম দিনের অনুশীলনে বেশ প্রাণবন্তই ছিলেন ক্রিকেটাররা। টেস্ট ম্যাচকে সামনে রেখে আজ শনিবার ও কাল রোববার দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। হারারে স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে আগামী ৭ জুলাই । দলের সবাই করোনা পরীক্ষায় নেগেটিভ আসায় অনুশীলনের সুযোগ পেয়েছে। যদিও ইনজুরি নিয়ে খানিকটা শংকায় রয়েছে তামিম ইকবাল। এদিকে গতকাল যুক্তরাষ্ট্র থেকে জিম্বাবুয়েতে দলের সাথে যোগ দিয়েছেন সাকিব। আর ভিসা জটিলতার জন্য দলের সাথে যেতে না পারা সাদমান ইসলামও যোগ দিয়েছেন গতকাল দলের সাথে।

পূর্ববর্তী নিবন্ধহেরাথের সঙ্গে রাজ্জাকও আছেন স্পিনারদের জন্য
পরবর্তী নিবন্ধবন্ধুদের সঙ্গে শ্রাবন্তীর জম্পেশ আড্ডা