চট্টগ্রাম জেনারেল পোস্ট অফিসের (জিপিও) ২৯ কোটি ৩ লাখ ৯২ হাজার ৩০০ টাকা আত্মসাতের মামলায় তিন পোস্টাল অপারেটরকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
তারা হলেন- মো. জয়নাল আবেদীন, মো. কবির আহমেদ ও মো হাসান। গতকাল মহানগর দায়রা জজ জেবুন্নেছা শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে তিন আসামি আদালতের কাছে জামিন চেয়ে আবেদন করেন।
দুদক পিপি কাজী ছানোয়ার আহমেদ লাভলু আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিরা জামিন চেয়ে আবেদন করলে আমরা রাষ্ট্রপক্ষে এর বিরোধিতা করি। একপর্যায়ে আদালত আবেদনটি নাকচ করে দিয়ে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্র জানায়, ২০২০ সালের ২১ অক্টোবর চট্টগ্রাম জিপিও’র দুই কর্মচারীর (সহকারী পোস্ট মাস্টার নুর মোহাম্মদ ও পোস্ট মাস্টার মো. সরওয়ার আলম খান) বিরুদ্ধে মামলাটি করেন দুদক চট্টগ্রাম-১ এর তৎকালীন সহকারী পরিচালক শহীদুল ইসলাম মোড়ল। এজহারে তিনি উল্লেখ করেন, আসামিরা জালিয়াতি ও প্রতারণা পূর্বক ভিন্ন ভিন্ন ব্যক্তির ভুয়া নাম, ঠিকানা ও ছবি ব্যবহার করে সাধারণ সঞ্চয়ী হিসাব নম্বর খুলে ভুয়া জমা দেখিয়ে সরকারি খাতের ৪৫ লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। যা দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। সূত্র আরো জানায়, গত ২২ জুন এ মামলায় আদালতে চার্জশিট দাখিল হয়। যেখানে এজহারে থাকা দুইজন এবং তদন্তে পাওয়া মো. জয়নাল আবেদীন, মো. কবির আহমেদ ও মো. হাসানকে অভিযুক্ত করা হয়। তদন্তে বলা হয়, এ পাঁচজন আসামি সরকারি খাতের মোট ২৯ কোটি ৩ লাখ ৯২ হাজার ৩০০ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন।