জিততে হবে : জামাল ভূঁইয়া

স্পোর্টস ডেস্ক | বুধবার , ২৮ জুন, ২০২৩ at ১০:২৭ পূর্বাহ্ণ

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠতে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া সমীকরণের মারপ্যাঁচের মধ্যে যেতে চান না। তিনি শুধু জানেনজিততে হবে তাদের। বেঙ্গালুরুতে আজ বুধবার গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভুটান। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। একই দিন ৪টায় খেলবে লেবানন ও মালদ্বীপ; এ ম্যাচেই পরিষ্কার হয়ে যাবে বাংলাদেশের করণীয়। জামাল বললেন, সমীকরণের মারপ্যাঁচের হিসাব না কষে ৩ পয়েন্ট পাওয়ার কাজটি সারতে চান তারা। ‘এই ইকুয়েশন সম্পর্কে আমি জানি না। আমরা শুধু জানি, আমাদের জিততে হবে। আমরা সবাই সেমিফাইনালে ওঠার জন্য ভীষণ ক্ষুধার্ত। আমরা সবাই চাই এটা। এখন আমাদের সামনে সুবর্ণ সুযোগ। কারণ, সুযোগটা আমাদের হাতে আছে। এখন সবকিছু নির্ভর করছে আমাদের ওপর। আমাদের জিততে হবে। তিন পয়েন্ট নিতে হবে। এটা সবার মাথাতেই আছে। কালকের ম্যাচে আমাদের কৌশল কী হবে, কোচ এখনও আমাদের জানাননি। তবে আমাদের আত্মবিশ্বাস আছে। আমরা জানি, ভুটান প্রথম দুই ম্যাচ অনেক ভালো খেলেছে। তাদের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা আছে।’

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপ ট্রফি বাংলাদেশে আসছে ৭ আগস্ট
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে সীতাকুণ্ড ডিগ্রি কলেজ চ্যাম্পিয়ন