জিএম কাদেরের সঙ্গে নগর জাপা নেতৃবৃন্দের মতবিনিময়

| রবিবার , ২১ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:১৩ পূর্বাহ্ণ

জাতীয় পার্টির চেয়ারম্যান, জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, জাতীয় পার্টি এখন আগের চেয়ে অনেক বেশী সুশৃঙ্খল ও গতিশীল। দলে নেতৃত্ব নিয়ে কোনো বিরোধ নেই। আমরা সংসদের ভেতরে ও বাইরে সরকারের গণবিরোধী সকল কাজের প্রতিবাদ এবং ভালো কাজের জন্য সাধুবাদ জানাচ্ছি। তিনি বলেন, চট্টগ্রাম মহানগরে দলের সাংগঠনিক অবস্থা দায়িত্বপ্রাপ্তদের কারণে শূন্যের কোটায় পৌঁছেছে। এই অবস্থায় দলের স্বার্থে গুণগত পরিবর্তন জরুরি হয়ে পড়েছে। তিনি অতিদ্রুত নতুন নেতৃত্ব উপহার দেয়ার ঘোষণা দিয়ে বলেন, যাদের হাতে দল ও দলের নেতাকর্মীরা হেফাজতে থাকবে তাদেরকেই নেতৃত্বে আনা হবে। তিনি গতকাল শনিবার বেলা ১২টায় মহানগর জাতীয় পার্টির কারামুক্ত সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজার সৌজন্য সাক্ষাত করতে গেলে নেতাকর্মীদের উদ্দেশ্যে পার্টির চেয়ারম্যান এ কথা বলেন। এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব সাবেক মন্ত্রী জিয়াউদ্দীন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত মহাসচিব অ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, যুগ্ম মহাসচিব হাজী হাজী বেলাল হোসেন, পার্টির কেন্দ্রীয় সদস্য নাছির উদ্দীন সিদ্দিকী, জহুরুল ইসলাম রেজা, এনামুল হক বেলাল, এস এম সাইফুল্লাহ সাইফু, আবছার উদ্দীন রনি, হারুনুর রশিদ হারুন, শাহাদাত হোসেন স্বপন, এম আজগর আলী, কায়সার হামিদ মুন্না, তরিকুল ইসলাম তারেক, নীল কমল সুশীল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইঞ্জি. আলী আশরাফের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধরাউজানে হাছান আলীর (র.) বার্ষিক ফাতেহা