জিএম কাদেরকে ছাড়া জাপার রওশন-আনিসুলদের ঐক্য

| রবিবার , ১০ আগস্ট, ২০২৫ at ১০:৫২ পূর্বাহ্ণ

জাতীয় পার্টির জিএম কাদের অংশকে বাদ রেখে রওশন এরশাদপন্থিদের নিয়ে আনিসুল ইসলাম মাহমুদ ও মো. মুজিবুল হক চুন্নুর আরেক অংশের ঐক্য হয়েছে। সম্মেলনে নতুন কমিটিও গঠন করেছে এক হওয়া এ দুই অংশ। গতকাল শনিবার সম্মেলনে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে দলের এই অংশের চেয়ারম্যান এবং এবিএম রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব নির্বাচন করা হয়েছে। এছাড়া কাজী ফিরোজ রশিদকে সিনিয়র কোচেয়ারম্যান এবং মো. মুজিবুল হক চুন্নু নির্বাহী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। খবর বিডিনিউজের।

গতকাল রাজধানীর ইমানুয়েল কনভেনশন সেন্টারে জাতীয় পার্টির এই অংশের সম্মেলনে তাদের নির্বাচন করা হয়। জিএম কাদের অংশকে বাদ রেখে এ সম্মেলনকে দলের ‘দশম জাতীয় সম্মেলন’ হিসেবে দাবি করা হয়েছে। সম্মেলনে সারা দেশ থেকে আসা প্রায় তিন হাজার কাউন্সিলরের কণ্ঠভোটে নতুন কমিটির এই চারজন নির্বাচিত হন।

গত ৭ জুলাই জাতীয় পার্টির সিনিয়র কোচেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম রুহুল আমিন হাওলাদার ও মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ দলের ১০ নেতাকে অব্যাহতি দিয়েছিলেন দলের চেয়ারম্যান জি এম কাদের। পরে অব্যাহতি পাওয়া নেতারা আদালতের দ্বারস্থ হলে ৩১ জুলাই জিএম কাদের এবং যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করে আদালত। এর মধ্যে এদিন জিএম কাদেরকে সরিয়ে রেখেই দশম সম্মেলন করে জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার ও চুন্নু অংশের নেতারা। এতে দলের রওশনপন্থি অংশের নেতা কাজী ফিরোজ রশিদসহ অন্যদের দেখা যায়।

পূর্ববর্তী নিবন্ধট্যাক্সি কিনে না দেয়ায় মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা
পরবর্তী নিবন্ধউপদেষ্টাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ ভিত্তিহীন : মন্ত্রিপরিষদ সচিব