জাহিদ হাসান-উর্মিলার গলাবাজি

| রবিবার , ২০ জুন, ২০২১ at ১১:১৩ পূর্বাহ্ণ

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। টেলিভিশনে বিভিন্ন সময়ে তাকে দেখা গেছে নানা চরিত্রে। এই মুহূর্তে ঈদুল আজহার নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এর মধ্যেই সমপ্রতি একটি নাটকের শুটিং শেষ করেছেন। এর নাম ‘গলাবাজি’। ঈদের জন্য নির্মিত এ নাটকে উর্মিলা অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা জাহিদ হাসানের বিপরীতে। সাইদুর রহমান রাসেল পরিচালিত নাটকটি প্রচার হবে কোনো একটি বেসরকারি টিভি চ্যানেলে।
উর্মিলা এই নাটক নিয়ে বলেন, অনেকদিন পর জাহিদ ভাইয়ের সঙ্গে কাজ করা হলো। তিনি আমার প্রিয় অভিনেতা। তার সঙ্গে জুটি হয়ে কাজ করা সবসময়ই উপভোগ করি। পুরো টিম জমিয়ে রাখেন তিনি। এবারের নাটকের গল্পটিও জমজমাট। দর্শক উপভোগ করবেন বলে আশা করছি।

পূর্ববর্তী নিবন্ধএভাবে তো আর নাটক হয় না
পরবর্তী নিবন্ধঅর্জুন রামপালের ছবি ভাইরাল