অর্জুন রামপালের ছবি ভাইরাল

| রবিবার , ২০ জুন, ২০২১ at ১১:১৪ পূর্বাহ্ণ

চরিত্রের প্রয়োজনে অভিনয়শিল্পীদের প্রতিনিয়তই নানা রকম লুকে বদলে যেতে হয়। সেইসব লুক সবসময় যে আলোচনা পায় তা নয়। তবে কেউ কেউ নতুন লুকে অবাক করে দেন। যেমন করলেন অর্জুন রামপাল। গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসছে তার দুটি ছবি। যেখানে সাদা চুলে দেখা যাচ্ছে এই অভিনেতাকে। দেখে চেনার উপায় নেই অর্জুন রামপালকে। নিজেকে বদলে ফেলেছেন অভিনেতা। চুলে প্ল্যাটিনাম ব্লন্ড রং করিয়ে নিমেষে চমকে দিয়েছেন সকলকে। ইনস্টাগ্রামে শুক্রবার নিজের নতুন ‘লুক’-এর ছবি দিলেন অর্জুন। তবে নিজে ছবি প্রকাশ করার আগে চিত্রগ্রাহকদের ক্যামেরায় ধরা পড়েছিলেন অভিনেতা। তারপর থেকেই অর্জুনের এই নতুন রূপের ছবির ঘুরপাক করছে নেটমাধ্যমে। অর্জুনের চুলের সজ্জার দায়িত্বে ছিলেন আলিম হাকিম। বলিউডের বহু তারকাকেই সাজিয়ে তোলেন তিনি। সাইফ আলি খান, সঞ্জয় দত্ত রয়েছেন সেই তালিকায়। জানা গেছে ‘ধকড়’ নামে একটি নতুন সিনেমায় অভিনয় করবেন অর্জুন। তার জন্যই এই ভোলবদল অভিনেতার। অ্যাকশন ঘরানার এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে কঙ্গনা রানাউতকে। খল রুদ্রবীরের চরিত্রে অভিনয় করবেন অর্জুন। গত ফেব্রুয়ারি মাসে মধ্য প্রদেশে শ্যুটিংও করেছেন অভিনেতা।
২০২০ সালের অক্টোবর মাসে এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। এই বছর অক্টোবরে অবশেষে মুক্তি পেতে পারে কঙ্গনা-অর্জুন অভিনীত বহু প্রতীক্ষিত ‘ধকড়’।

পূর্ববর্তী নিবন্ধজাহিদ হাসান-উর্মিলার গলাবাজি
পরবর্তী নিবন্ধমৃত বাবাকে ফিরে পাওয়ার গল্প