নন্দিত অভিনেতা জাহিদ হাসান ও সালাউদ্দিন লাভলু অভিনীত ধারাবাহিক নাটক ‘১০০ তে একশো’ আরও একটি মাইলফলক স্পর্শ করছে। এবার নাটকটির ২০০তম পর্ব প্রচার হতে যাচ্ছে। খবর বাংলানিউজের। এর আগে গত ২৩ মে নাটকটির ১০০তম পর্ব প্রচার হয়েছিল। আজ মঙ্গলবার ২০০তম পর্ব প্রচার হবে। গত বছরের ১ ডিসেম্বর থেকে প্রচার শুরু হওয়া তারকাবহুল এই ধারাবাহিকটি এরইমধ্যে দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে। মুনতাহা বৃত্তার রচনায় নাটকটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ ও সাইদুর রহমান রাসেল। জাহিদ ও লাভলু ছাড়াও ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন-সাজু খাদেম, আরফান, অ্যালেন শুভ্র, তারিক স্বপন, তানিয়া আহমেদ, মিম মানতাশা, রুনা খান, ঊর্মিলা শ্রাবন্তী কর, সুমাইয়া মিথিলা, শামীমা তুষ্টি, মনিরা মিঠুসহ আরও অনেকে।