নতুন ম্যাকবুক: আলোচনায় দ্বিতীয় প্রজন্মের এম১ চিপ

| মঙ্গলবার , ১৯ অক্টোবর, ২০২১ at ৭:২৬ পূর্বাহ্ণ

মার্কিন টেক জায়ান্ট অ্যাপল ‘আনলিশড’ ইভেন্টে ম্যাকবুক প্রো’র নতুন সংস্করণ উন্মোচন করবে বলে আশা করছেন বাজার বিশ্লেষক ও সংশ্লিষ্টরা। প্রযুক্তি বাজারের আলোচনায় ম্যাকের নতুন মডেলের থেকেও বেশি গুরুত্ব পাচ্ছে এর প্রসেসর চিপ। বলা হচ্ছে, অ্যাপলের নিজস্ব ডিজাইনের দ্বিতীয় প্রজন্মের আরও শক্তিশালী এম১ চিপ থাকবে ম্যাকের নতুন সংস্করণে। সোমবারের ‘আনলিশড’ লাইভ স্ট্রিম নিয়ে আগ্রহী অ্যাপল ভক্তসহ প্রযুক্তি বাজারের অনেকেই। ব্লুমবার্গ জানিয়েছে, ১৪ ইঞ্চি ও ১৬ ইঞ্চি স্ক্রিনের দুটি ম্যাকবুক প্রো উন্মোচনের পরিকল্পনা করেছে অ্যাপল। ২০২০ সালে উন্মোচিত ল্যাপটপ কম্পিউটারগুলোর মাধ্যমে বাজারে অভিষেক হয়েছিল ‘অ্যাপল সিলিকন’ চিপের। ওই সময় টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি বলেছিল, দুই বছরের মধ্যে ডেস্কটপ ও ল্যাপটপ কম্পিউটারের সবগুলো সংস্করণেই নিজস্ব ডিজাইনের চিপের প্রচলন করবে অ্যাপল।
এখন পর্যন্ত অ্যাপলের সবচেয়ে শক্তিশালী ল্যাপটপগুলো ইনটেলের তৈরি প্রসেসর চিপের উপর নির্ভরশীল। তবে, ইতোমধ্যেই ম্যাক মিনি, আইম্যাক এবং ম্যাকবুকের কয়েকটি সংস্করণে নিজস্ব এম১ চিপের ব্যবহার শুরু করেছে অ্যাপল। ম্যাকবুক প্রো’র নতুন সংস্করণে আরও শক্তিশালী দ্বিতীয় প্রজন্মের এম১ চিপ থাকবে বলে আশা করা হচ্ছে। অ্যাপল সরাসরি নিশ্চিত না করলেও, বাজারের চলতি গুজবে এম১ চিপের দ্বিতীয় সংস্করণকে ডাকা হচ্ছে ‘এম১এক্স’ নামে। রয়টার্স বলছে, মহামারীর প্রভাব আর এম১ চিপের পারফর্মেন্সের কারণে শিক্ষার্থী ও বিভিন্ন খাতের কর্মীদের মধ্যে বিক্রি বেড়েছে ম্যাক ল্যাপটপের। ২০২০ আর্থিক বছরে ম্যাক ল্যাপটপের বিক্রি থেকে অ্যাপলের আয় ১১ শতাংশ বেড়ে পৌঁছেছে দুই হাজার আটশ’ ৬০ কোটি ডলারে। অথচ ওই একই সময়ে আইফোনের বিক্রি কমেছে তিন শতাংশ।

পূর্ববর্তী নিবন্ধজাহিদ-লাভলুর ধারাবাহিক ২০০ পর্বে মাইলফলক
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৭৪.৫৫ কোটি টাকা