চট্টগ্রাম ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক হাবিবুর রবের মা জাহানারা বেগম গতকাল শনিবার বিকেল ৫টার দিকে নগরীর বায়েজিদ এলাকার শেরশাহ কলোনীর নিজ বাসায় ৭০ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়–স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার রাত সাড়ে দশটায় নগরীর শেরশাহ ঈদগাহ মাঠে মরহুমার প্রথম নামাজে জানাযা এবং একই স্থানে রাত ১২টায় দ্বিতীয় জানাযা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।