চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে নোঙর করা একটি জাহাজের ভিতরে দুটি গাড়ির মাঝে চাপা পড়ে এক চালক মারা গেছেন। নিহত মোহাম্মদ ইউসুফ মিয়া (৪৫) কসমস এন্টারপ্রাইজের ড্রাইভার। তিনি নগরীর বন্দর থানাধীন ফকিরহাট এলাকার এয়াকুব সওদাগর বাড়ির মৃত নুর মিয়ার পুত্র।
সূত্র জানিয়েছে, চট্টগ্রাম বন্দরের দুই নম্বর জেটিতে বার্থিং নেয়া গাড়িবাহী রো রো জাহাজ এমভি ভাইকিং এমারল্ড থেকে গাড়ি নামাতে গিয়েছিলেন চালক মোহাম্মদ ইউসুফ মিয়া। গতকাল মঙ্গলবার সকালে জাহাজে তিনি দুটি গাড়ির মাঝে চাপা পড়ে গুরুতরভাবে আহত হন। তাকে দ্রুত বন্দর শ্রমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার ব্যাপারে বন্দর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।