কুলগাঁওস্থ জামশেদ শাহ সড়কের আশপাশ এলাকায় নৌকা ও ঝুড়ি মার্কার সমর্থনে নির্বাচনী গণসংযোগ করেছেন কাউন্সিলর প্রার্থী সাহেদ ইকবাল বাবু ।
এসময় কাউন্সিলর প্রার্থী বাবু উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও পরিচ্ছন্ন জালালাবাদ ওয়ার্ড গঠনে নৌকা ও ঝুড়ি মার্কায় ভোট চান। নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন জানে আলম সর্দ্দার, আবু তাহের মিয়া, জাগীর সর্দ্দার, নুর আলম নুরু সওদাগর, এহসান হাশেমী, হান্নান সরকার, মো. সেলিম, মো. মুসলিম, মো. এসহাক সওদাগর, বজল ড্রাইভার, চান্দ মিয়া সওদাগর, হাকিম আলি, এসএ ইমন, রায়হান, সানি আরমান, মুমিন, ছোটন, সাগর, মুন্না মনছুর, লেদন মিস্ত্রি প্রমুখ।