২নং জালালাবাদ ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সাহেদ ইকবাল (বাবু) আজ শনিবার শেরশাহ এলাকায় নৌকা ও নিজ প্রতীক ঝুড়ি মার্কার নির্বাচনী গণসংযোগ করেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন সার্জেন্ট অবঃ আবু তাহের, মো. মাসুদ আলম, মো. মোশারফ, শেখ আহম্মেদ, জাফর সাদিক, আহম্মদ হোসেন, ইমরান হোসেন (অপি), আয়ুব আলী মুন্না, মো. সালাউদ্দিন, মো. আবছার, ইঞ্জিনিয়ার আলমগীর, শেখ নেওয়াজ বাপ্পি, মো. মুফিজুর রহমান, মো. তানভীর হোসেন, মো. আবুল হোসেন, মো. আলাল, মো. আলামিন, মো. ইসমাইল, মো. তাহের, মো. জাবেদ, মো. রনি, মো. কফিল, মো. জুয়েল, জাকের সাদেক, মো. আকতার, রাশেদুল হাসান, ইকবাল বাবুল, শৈবাল দাশ বিধান, মো. জাহাঙ্গীর, মো. আরফাত, মো. রাজু, দিদার, জনি, বয়ান, প্রমুখ।
গণসংযোগকালে শাহেদ ইকবাল বাবু বলেন, বিগত ৫ বছর সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত ও পরিছন্ন ওয়ার্ড গঠনে আপনাদের যে সহযোগিতা পেয়েছি আশাকরি এই ধারাকে সমুন্নত করতে আগামীতেও আপনাদের সাথে পাওয়ার আশাবাদ ব্যক্ত করছি।