একসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান বাহন শাটল ট্রেনের বগিগুলোতে ছিল বিভিন্ন শিল্পকর্ম। তবে তখন বগিভিত্তিক রাজনীতির চর্চাও ছিল মাত্রাতিরিক্ত। তাই বগিগুলোকে নিজেদের নামে সাজাত রাজনৈতিক পক্ষগুলো। তবে এবার পৃথিবীর একমাত্র শাটল ট্রেনকে শিল্পকর্মে রঙিন করার দায়িত্ব নিয়েছেন জার্মানির আরইউএসবি আর্ট গ্রুপের প্রধান শিল্পী লুকাস জিলিঞ্জার। তিনি নিজস্ব অর্থায়নে বিভিন্ন শিল্পকর্মে সাজিয়েছেন চবির শাটল ট্রেন। গতকাল শুক্রবার সকাল থেকে শাটল ট্রেনে এ কাজ শুরু করেন জার্মানের এ শিল্পী। এতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন, সংসদ ভবন, সিআরবি, সমুদ্রসহ বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য স্থান পাবে। খবর বাংলানিউজের।
চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান বলেন, চলতি বছরের ২৮ মার্চ লুকাস জিলিঞ্জার চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে শাটল ট্রেনের বগিগুলোকে শিল্পকর্মের মাধ্যমে সাজানোর প্রস্তাব দেন। চবির শাটলে আগেও বিভিন্ন শিল্পকর্ম ছিল। তাছাড়া আমাদেরও শাটল ট্রেন সাজানোর পরিকল্পনা ছিল। তাই প্রস্তাবটি বিবেচনা করে তাঁকে শিল্পকর্মের অনুমতি দেওয়া হয়। তিনি কাজ শুরু করেছেন। তাঁর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরাও কাজ করছেন।