জার্মানিতে হামলার পরিকল্পনার সন্দেহে এক ইরানি গ্রেপ্তার

| সোমবার , ৯ জানুয়ারি, ২০২৩ at ৪:৪৫ পূর্বাহ্ণ

জার্মানিতে রাসায়নিক হামলার পরিকল্পনা করছিলেন সন্দেহে ৩২ বছর বয়সী ইরানের এক নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। নর্থ রাইনওয়েস্টফালিয়া পুলিশের পক্ষ থেকে রোববার এক বিবৃতিতে বলা হয়, ওই ব্যক্তি মারাত্মক বিষাক্ত সায়ানাইড ও রিসিন ব্যবহার করে ‘গুরুতর অপরাধ সংগঠনের’ পরিকল্পনা করছিলেন। জার্মান পুলিশ হুয়া অঞ্চলে ওই ব্যক্তির ক্যাসতর্পরাউক্সেলের বাড়িতে অভিযান চালিয়ে বিষাক্ত ওই পদার্থগুলো উদ্ধার করে। খবর বিডিনিউজের।

ক্যাস্টরঅয়েল গাছের বীজের নির্যাস থেকে তৈরি মারাত্মক বিষাক্ত রাসিনকে জৈবিক অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়। এ পরিকল্পনায় জড়িত সন্দেহে আরো এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

তারা দুইজনই পুলিশি হেফাজতে রয়েছেন। জার্মানির সংবাদ সংস্থা ডিপিএ জানায়, সুরক্ষা পোশাক পরে বেশ কয়েকজন জরুরি সেবা কর্মী ঘটনাস্থলে গিয়ে বিষাক্ত ওই পদার্থগুলো উদ্ধার করেন। বিষয়টি নিয়ে এখনো তদন্ত চলছে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৭.৩২ কোটি টাকা
পরবর্তী নিবন্ধঅ্যান্ট গ্রুপের ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ ছাড়ছেন জ্যাক মা