জামেয়া বার্ষিকীর মোড়ক উন্মোচন

| বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর, ২০২৫ at ৮:১৪ পূর্বাহ্ণ

জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার বার্ষিক প্রকাশনা ‘জামেয়া বার্ষিকী ২০২৫’এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান গতকাল বুধবার মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মাদরাসার গভর্নিং বডির চেয়ারম্যান আবুল মহসিন মো. ইয়াহিয়া খান এবং প্রধান অতিথি ছিলেন আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ কাজী আবদুল আলিম রেজভী ও উপাধ্যক্ষ ড. মাওলানা এটিএম লিয়াকত আলী। এছাড়াও শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন। প্রকাশনাটির প্রচ্ছদ ডিজাইন করেছে মাদরাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী মুহাম্মদ তাইছিরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে সেক্রেটারি জেনারেল আলহাজ্ব আনোয়ার হোসেন শিক্ষার্থী মুহাম্মদ তাইছিরুল ইসলামের সৃষ্টিশীলতার ভূয়সী প্রশংসা করে বলেন, ‘তাইছিরের কাজে আমরা একজন সম্ভাবনাময় শিল্পীর সুস্পষ্ট ছাপ দেখতে পাই। তার শিল্পভাবনা ও অনুভূতির গভীরতা আমাদের প্রখ্যাত শিল্পী জয়নুল আবেদিনের শিল্পচেতনার কথা স্মরণ করিয়ে দেয়। বয়সের তুলনায় তার দৃষ্টিভঙ্গি সত্যিই প্রশংসনীয়।’

এ সময় তিনি ঘোষণা দেন যে, এই ব্যতিক্রমধর্মী প্রতিভাকে উৎসাহিত করার লক্ষ্যে আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ও মাদরাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে অদূর ভবিষ্যতে তাকে একটি বিশেষ পুরস্কার প্রদান করা হবে। এ সময় মাদরাসার চেয়ারম্যান আবুল মহসিন মো. ইয়াহিয়া খান এবং অধ্যক্ষ কাজী আবদুল আলিম রেজভী সম্পাদনা পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই বার্ষিকী শুধু একটি প্রকাশনা নয়; এটি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সাহিত্যসংস্কৃতির বিকাশের একটি জীবন্ত দলিল। ভবিষ্যতেও এ ধরনের চিন্তাশীল ও সৃজনশীল কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ইসলামপন্থী ৮ দলীয় জোটের তিন প্রার্থী একই মঞ্চে
পরবর্তী নিবন্ধতাসাউফ চর্চার মাধ্যমেমানবিক সমাজ গড়া সম্ভব