জামিন পেলেন নাসির ও অমি

পরীমণিকাণ্ড

| বুধবার , ৩০ জুন, ২০২১ at ৬:৪৪ পূর্বাহ্ণ

চিত্রনায়িকা পরীমনির দায়ের করা ‘ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা’ মামলার প্রধান দুই আসামি নাসির উদ্দিন মাহমুদ এবং তুহিন সিদ্দিকী অমিকে জামিন দিয়েছে আদালত। ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোছা. শাহাজাহী তাহমিদা গতকাল মঙ্গলবার পাঁচ হাজার টাকা মুচলেকায় তাদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। আসামিদের প্রধান আাইনজীবী এ এইচ ইমরুল কাওছার জানান, এ মামলায় আগামী ৮ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য আছে। ওই দিন পর্যন্তই দুই আসামিকে জামিন দিয়েছেন বিচারক। খবর বিডিনিউজের।
এ মামলায় জামিন পেলেও মুক্তি মিলছে না নাসির ও অমির। বিমানবন্দর থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। এছাড়া দক্ষিণখান থানায় মানবপাচার এবং পাসপোর্ট আইনের মামলারও আসামি অমি। কারামুক্ত হতে হলে সেসব মামলাতেও তাদের জামিন পেতে হবে। ‘ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা’ মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার পরিদশর্ক মো. কামাল হোসেন ৫ দিনের রিমান্ড শেষে গতকাল আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিদের পক্ষে ইমরুল কাউসারসহ কয়েকজন আইনজীবী জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

পূর্ববর্তী নিবন্ধচবিতে চাঁদা না পেয়ে নির্মাণকাজ বন্ধের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে
পরবর্তী নিবন্ধজার্মানিকে বিদায় করে শেষ আটে ইংল্যান্ড