নয়দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এসএম সাইফুল আলম। মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত আজ রোববার(২০ ফেব্রুয়ারি) তার জামিন আবেদন মঞ্জুর করে।
এরপর জামিন আদেশ পৌঁছুলে সন্ধ্যায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
এসএম সাইফুল আলমের পক্ষে জামিন আবেদন করেন এডভোকেট মুফিজুল হক ভূঁইয়া ও এডভোকেট নেজাম।
এর আগে গত ১০ ফেব্রুয়ারি দিবাগত রাতে নগরীর ধনিয়ালাপাড়াস্থ নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডবলমুরিং থানা পুলিশ। পরদিন ১১ ফেব্রুয়ারি দুপুরে তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।
আইনজীবীরা জানান, বাকলিয়া থানায় ২০১৮ সালে দায়ের হওয়া দু’টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানামূলে গ্রেপ্তার হয়েছিলেন সাইফুল। মুক্তি পাওয়ার পর দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সুফিয়ানের নেতৃত্বে বিএনপি নেতৃবৃন্দ বরণ করে নেন তাকে।