জামায়াত-শিবিরের ৫০ নেতাকর্মী গ্রেপ্তার

বদরপাতি এলাকায় হোটেলে ‘গোপন বৈঠক’

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৭ মে, ২০২২ at ৪:৪২ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী থানাধীন টেরীবাজার বদরপাতি এলাকায় গভীর রাতে একটি হোটেলের ভেতরে গোপন বৈঠককালে জামায়াত-শিবিরের ৫০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
গতকাল রাত ১১টায় টেরীবাজারের বদরপাতি এলাকাস্থ আল বয়ান ও আলিফ রেস্তোরাঁর ভেতরের রুমে বৈঠক করার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানা পুলিশ। নগর পুলিশের শীর্ষ পর্যায় থেকে অভিযানের ব্যাপক প্রস্তুতি নেয়া হয়। বিপুল সংখ্যক পুলিশের সমন্বয়ে ঐ হোটেলে অভিযান চালানো হয়। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির আজাদীকে বলেন, আল বয়ান ও আলিফ রেস্তোরাঁয় কনফারেন্স রুমের ভেতরে গোপনে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বৈঠক করছিল। খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছি। যাচাই-বাছাই করছি। যাচাই-বাছাই করে করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয় এক দোকানি জানান, হঠাৎ করে ৪/৫ গাড়ি পুলিশ এসে অভিযান পরিচালনা করে। যতটুকু জানতে পেরেছি, এখানে জামায়াত-শিবিরের গোপন কোনো বৈঠক চলছিল। ধারণা করছি ৪৫ থেকে ৫০ জনের মতো নেতাকর্মীকে প্রিজন ভ্যানে তোলা হয়েছে।
পুলিশ ঐ হোটেলের ম্যানেজারসহ সকল কর্মচারীকেও আটক করেছে বলে জানায়।

পূর্ববর্তী নিবন্ধশাহাদাতসহ ২২ নেতাকর্মীর আত্মসমর্পণের সময় বাড়ল
পরবর্তী নিবন্ধবিদেশ সফর সীমিত হলো সরকারি যেসব প্রতিষ্ঠানে