জামায়াত নেতা শামসুলকে গ্রেপ্তার দেখানোর আদেশ

হেফাজতের সহিংসতার মামলায়

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩০ আগস্ট, ২০২২ at ৫:৫৫ পূর্বাহ্ণ

হাটহাজারীতে হেফাজতে ইসলামের সহিংসতার ঘটনায় পুলিশের দায়ের করা দুটি মামলায় জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির আ ন ম শামসুল ইসলামকে গ্রেপ্তার দেখানো (শ্যোন অ্যারেস্ট) হয়েছে।
গতকাল চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়া ইকবাল শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে হাটহাজারী থানা পুলিশের পক্ষ থেকে আ ন ম শামসুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর আদেশ চেয়ে আবেদন করা হয়। জেলা কোর্ট পরিদর্শক জাকের হোসাইন মাহমুদ আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। আদালত সূত্র জানায়, ২০২১ সালের ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে বিক্ষোভ থেকে চট্টগ্রামের হাটহাজারীতে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা হাটহাজারীর থানা ভবন, ভূমি অফিস ও ডাকবাংলোতে ভাংচুর-অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় হাটহাজারীর সাড়ে ৪ হাজার জনকে আসামি করে ১০টি মামলা করে হাটহাজারী থানা পুলিশ। এতে হেফাজতে ইসলামের ১৪৮ নেতার নাম উল্লেখ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধচালের দাম বস্তায় কমেছে ১৫০ টাকা পর্যন্ত