জামায়াত নিয়ে নীতির কোনো পরিবর্তন হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

| সোমবার , ১২ জুন, ২০২৩ at ৫:০৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিষয়ে আওয়ামী লীগের নীতির কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল রোববার দুপুরে রাজধানীর রাজারবাগে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। খবর বাংলানিউজের।

সাংবাদিকরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চানজামায়াতকে সমাবেশ করতে দেওয়া হলো, দলটির বিষয়ে আওয়ামী লীগের নীতির কোনো পরিবর্তন হয়েছে কি না। উত্তরে আসাদুজ্জামান খান কামাল বলেন, জামায়াতের সমাবেশ এটিই প্রথম নয়। তারা প্রায়ই বায়তুল মোকাররমের উত্তর গেটে কর্মসূচি পালন করে। সমাবেশ থেকে ভাঙচুরের মতো ঘটনাও ঘটায়। এবার তারা মাঠে সমাবেশ করতে অনুমতি চেয়েছে। কিন্তু আমরা পারমিশন দিইনি। পরে তারা আবদ্ধ স্থানে অর্থাৎ ইনডোরে মিটিং করতে চেয়েছে। পরে মৌখিকভাবে কমিশনার মহোদয় তাদের অনুমতি দিয়েছে। তার মানে এই নয় যে আমরা আমাদের নীতি থেকে সরে এসেছি।

পূর্ববর্তী নিবন্ধজামায়াতের মুখে বিএনপির কথা : তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধসমাধানে পুলিশ আনল ‘হ্যালো এইচপি’ অ্যাপ