জামায়াতের ১০ নেতাকর্মী একদিনের রিমান্ডে

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৬ মে, ২০২২ at ৫:৫৫ পূর্বাহ্ণ

কোতোয়ালী থানার একটি মামলায় জামায়াতের ১০ জন নেতাকর্মীকে এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। তারা হলেন সাইফুদ্দিন খালেদ, মো. হুমায়ুন কবির, রাশেদুল করিম রাশেদ, হাফেজ মো. তাজুল ইসলাম, মো. ইস্‌্রাফিল, মো. শাহজাহান, মো. সাদ্দাম হোসাইন, হুমায়ন কবির, ওসমান গনি ওরফে ওসমান ও সাইফুল ইসলাম।

গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে পুলিশের পক্ষ থেকে তাদের প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করা হয়। নগর পুলিশের এডিসি (প্রসিকিউশন) কামরুল হাসান আজাদীকে বিষয় নিশ্চিত করেন।

গত ১৭ মে কোতোয়ালী থানাধীন টেরিবাজার এলাকার একটি হোটেল থেকে এ দশজনসহ জামায়াতের ৪৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ। পরে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের হয়। মামলার এজহারে বলা হয়, উক্ত হোটেলে তারা নাশকতার পরিকল্পনা করছিলেন।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধ৩ হাজার কোটি টাকার বেশি শুল্ক বকেয়া পেট্রোবাংলার