জামাল ভূইয়ার ‘ঈদ উপহার’

স্পোর্টস ডেস্ক | বুধবার , ৫ মে, ২০২১ at ১০:৪৮ পূর্বাহ্ণ

ভক্তদের জন্য ঈদ উপহার নিয়ে এসেছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে আয়োজন করেছেন কুইজ প্রতিযোগিতা। কুইজের সঠিক উত্তর দিতে পারলেই ১০ জন ভক্তকে দেওয়া হবে উপহার। ফেসবুক পেজে গতকাল মঙ্গলবার দুপুরে জামাল এই ঘোষণা দিয়েছেন। সেখানে ভক্তদের জন্য একটি প্রশ্ন রাখা হয়েছে। জামালের সবসময়ের সেরা খেলোয়াড় কে? রোনালদো নাজারিও, রোনালদিনহো ও জিনেদিন জিদানের মধ্যে একজনকে বেছে নিতে বলা হয়েছে। এছাড়া উত্তরের পাশাপাশি কমেন্ট বক্সে এসে নতুন পাঁচজন বন্ধুকে ট্যাগও করতে হবে। সঠিক উত্তরদাতাদের মিলবে জামালের জার্সি, বুট, ব্যাগসহ আরও অনেক কিছু। আগামী ১৫ মে’র মধ্যে সঠিক উত্তর জানাতে হবে। বিজয়ীদের নিজেই খুঁজে নেবেন জামাল।

পূর্ববর্তী নিবন্ধথিসারার অবসরে অবাক সতীর্থরা
পরবর্তী নিবন্ধবিশেষ ব্যবস্থায় ফিরতে হবে সাকিব-মোস্তাফিজকে