কোতোয়ালী থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম সৈয়দ সানোয়ার আলী সানুর ৫ম মৃত্যুবার্ষিকীতে গতকাল মঙ্গলবার বাদ আছর ২১নং জামালখান ওয়ার্ড বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কোতোয়ালী থানা বিএনপির সভাপতি ২১নং জামালখান ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মনজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে মাহফিলে মোনাজাত পরিচালনা করেন নাসিমন ভবন দলীয় কার্যালয় জামেয়া মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ ইয়াছিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা সাহেদ বকস্, কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, ৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, চসিক নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী সাদেকুর রহমান রিপন, ২১নং জামালখান ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আবু মোহাম্মদ মহসীন চৌধুরী, বিএনপি নেতা দিদারুল ইসলাম, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ মনজুর আহমদ, সৈয়দ হারুনুর রশিদ, সাজ্জাদ খাঁন, মোতালেব, বেলাল হোসেন, আকবর হোসেন, আলফু মিয়া, ইমরান হোসেন, মরহুমের জ্যেষ্ঠ সন্তান সৈয়দ মো. ওমর আলী, মীর মোহাম্মদ মোবারক হোসেন, মো. ফারুক, দেলোয়ার হোসেন, দিদার হোসেন, নুরুল হক, মনির হোসেন, মো. ওয়াসিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।