মানবেন্দ্র নারায়ণ লারমার ৩৭ তম মৃত্যুবার্ষিকী পালন

রাঙামাটি-খাগড়াছড়ি প্রতিনিধি | বুধবার , ১১ নভেম্বর, ২০২০ at ৬:১৭ পূর্বাহ্ণ

রাঙামাটি ও খাগড়াছড়িতে নানা আয়োজনে পালিত হয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৩৭তম মৃত্যুবার্ষিকী।
রাঙামটি প্রতিনিধি জানান, মঙ্গলবার সকালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কার্যালয় প্রাঙ্গণে অস্থায়ীভাবে নির্মিত এমএন লারমা প্রতিকৃতিতে জনসংহতি সমিতিসহ অন্যান্য পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে পুষ্প্যমাল্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য চাথোয়াই মারমা, মানবেন্দ্র নারায়ণ লারমা মেমোরিয়েল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, জনসংহতি সমিতির নেতা ডাঃ গঙ্গামানিকসহ পাহাড়ি ছাত্র পরিষদের নেতারা। সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন করা হয়।খাগড়াছড়ি প্রতিনিধি জানান, গতকাল সকালে খাগড়াছড়ি সদরের চেঙ্গী স্কোয়ার এলাকায় এমএন লারমার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। এ ছাড়া দীঘিনালা উপজেলায় এমএন লারমার স্মরণে শোক র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এমএন লারমা গ্রুপ। সভায় বক্তারা বলেন, পাহাড়ের জুম্ম জাতির অধিকার আদায়ে মানবেন্দ্র নারায়ণ লারমা আমৃত্যু আন্দোলন করে গেছেন। জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে ঘাতকরা মানবেন্দ্র নারায়ণ লারমাকে হত্যা করলেও তার আদর্শকে ম্লান করতে পারেনি। সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন ও ফানুস উড়ানো হয়। এসময় জেএসএস এমএন লারমার কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক নরেশ চাকমা, খাগড়াছড়ি জেলা শাখার সহ সভাপতি প্রীতি খীসা ও দীঘিনালা কার্বারী এসোসিয়েশনের সভাপতি হেমব্রত চাকমা, জেএসএস দীঘিনালা শাখার নেতা সমীর চাকমা বক্তব্য রাখেন।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে অধ্যাপক রঞ্জিত সাহার স্মরণ সভা
পরবর্তী নিবন্ধজামালখান ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল