জামালখানে ডা. এম এ হাশেম স্কয়ারে পৌষমেলা ১৩ জানুয়ারি

| মঙ্গলবার , ১০ জানুয়ারি, ২০২৩ at ৫:০৭ পূর্বাহ্ণ

কলাকেন্দ্রের পক্ষ থেকে আগামী ১৩ জানুয়ারি জামালখান ডা. খাস্তগীর উচ্চ বালিকা বিদ্যালয়ের সম্মুখে ডা. এম এ হাশেম স্কয়ারে দিনব্যাপী পৌষমেলার আয়োজন করা হয়েছে।

ভোর ৬টায় ‘আইল্যা’ থেকে প্রজ্জ্বলন্ত খড়ের বেনা জ্বালিয়ে পৌষমেলা উদ্বোধন করা হবে। ততক্ষণে জামালখান সড়ক ও ফুটপাথে বসে যাবে পিঠা প্রদর্শনী ও প্রতিযোগিতা। এতে প্রধান অতিথি থাকবেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। পিঠা প্রতিযোগিতা উদ্বোধন করবেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ।

পৌষমেলায় বিশেষ অতিথি থাকবেন রাউজান উপজেলার চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল ও কাউন্সিলর শৈবাল দাশ সুমন, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, ভারতবাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাছির আহমদ খান। পৌষমেলার পিঠা প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহীদের আগামী ১১ জানুয়ারি ০১৮১৯১৭৪৪৮৪ ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনগরে পাহাড় কাটায় একজনের বিরুদ্ধে মামলা
পরবর্তী নিবন্ধমাশরাফিকে বোর্ডে আসার প্রস্তাব দিয়েছেন পাপন