জামালখান চট্টগ্রাম নগরীর সবচেয়ে সুন্দর জায়গা। এটি হেলদি ওয়ার্ড হিসাবেও পরিচিত। কিন্তু এত সুন্দরের পরেও এর বিপরীতে অসুন্দরও রয়েছে। একটি নালা যার অবস্থান সাবেক ওয়ার্ড কাউন্সিলর এম এ নাসেরের বাসভবন সংলগ্ন। এই নালাটি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে সামান্য পরিষ্কার করা হলেও দক্ষিণ থেকে উত্তর অংশটি বিগত পঁচিশ বৎসরেও পরিষ্কার করা হয়নি।
যার ফলে ময়লা-আবর্জনা ও মাটিতে পাঁচ ফুটের মতো ভরাট হয়ে গেছে। এতে নানা রকম বিষাক্ত পোকা-মাকড় ও মশার উপদ্রব বেড়ে গেছে। বর্ষার মৌসুমে সামান্য বৃষ্টিতেও ময়লা পানি বাসা-বাড়িতে ঢুকে পড়ে। নালা সংলগ্ন মানুষরা অত্যন্ত কষ্টকর জীবন যাপন করছে। মাননীয় মেয়র আপনি অত্যন্ত জনদরদী মানুষ। আপনি দয়া করে নালাটি পরিষ্কারের নির্দেশ দিলে আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। পরিশেষে আপনার দীর্ঘায়ু কামনা করি।
দীন মোহাম্মদ
৬৭ জামাল খান,
চট্টগ্রাম।