জাতীয় পার্টির নবনিযুক্ত মহাসচিব, সাবেক মন্ত্রী মুজিবুল হক চুন্নু এমপির সাথে জাপার প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর সভাপতি সোলায়মান আলম শেঠ গতকাল বুধবার তাঁর বাসভবনে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে সোলায়মান আলম শেঠ চট্টগ্রামের জাতীয় পার্টির রাজনীতি, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিষয়ে মহাসচিবকে অবহিত করেন এবং আগামীতে যাতে চট্টগ্রামের জাপার রাজনীতি আরো শক্তিশালী হতে পারে সেই বিষয়ে মহাসচিবের নিকট সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। এসময় মহাসচিব চট্টগ্রামের রাজনৈতিক সব বিষয়ে শেঠকে সর্বপ্রকার সহযোগিতার আশ্বাস দেন। পরে মহাসচিবের সুস্বাস্থ্য এবং জাতীয় পার্টির উত্তরোত্তর সাফল্য কামনা করে শেঠ মুজিবুল হক চুন্নুকে ফুলেল শুভেচ্ছা জানান। প্রেস বিজ্ঞপ্তি।











