জান আলী শাহ আদর্শ মাদরাসায় হাফেজদের দস্তরবন্দি অনুষ্ঠান

| শুক্রবার , ২১ জানুয়ারি, ২০২২ at ১১:৪২ অপরাহ্ণ

নগরীর পতেঙ্গা মাইজপাড়া হযরত মঈনুল কবির হাফেজ জান আলী শাহ (র.) আদর্শ মাদরাসার বার্ষিক হাফেজে কোরআনদের দস্তরবন্দি, পাগড়ী প্রদান ও দোয়া মাহফিল গত বুধবার মাদরাসা পরিচালক হাফেজ মাওলানা ইকবাল হোসাইনের সভাপতিত্বে ও সাজ্জাদ হোসেন মুন্নার পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন আওলাদে রাসূল (সা.) লেখক ও গবেষক আল্লামা শাহসুফী সৈয়দ তানবীর হাদী মাইজভাণ্ডারী (মাজিআ)। প্রধান বক্তা ছিলেন জমিয়তে মঈনুল হাদী গাউছে মাইজভাণ্ডারীর কেন্দ্রীয় সমন্বয়ক সুফী গবেষক কামরুল ইসলাম রাশেদ মাইজভাণ্ডারী। অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের শিক্ষক মাওলানা মুনিরুল হাসান, মাওলানা মাহবুবুল আলম আল কাদেরী, মাওলানা মনছুর আলম, মাওলানা আবদুর রহিম তৈয়বী, মাওলানা জসিম উদ্দিন আল কাদেরী, এস এম হাসান, ডা. মো. সোলতান, দিদার, সোহেল, আরিফ মহিউদ্দিন, ফোরকান ভাণ্ডারী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজাইকার প্রকল্পগুলো নির্ধারিত সময়ে সম্পন্ন করার তাগিদ
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় টিলা কাটায় ২ শ্রমিককে অর্থদণ্ড, এক্সকেভেটর জব্দ